প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ আজ শুক্রবার বাইকারদের এক আনন্দঘন মিলনমেলার সাক্ষী হলো।
ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াই আর সি) আয়োজিত “মিড পয়েন্ট মিট-আপ ২০২৫”-এ সাতটি ওয়াই আর সি'র ২৫০ জনের বেশি সদস্যের অংশগ্রহণে দিনভর চলে বাইকারদের উৎসাহ ও উদ্দীপনার প্রকাশ।
সকাল ১১টায় শুরু হওয়া এই মিলনমেলায় শেরপুর, বগুড়া, দুপচাঁচিয়া, নওগাঁ, সাপাহার, নজিপুর ও জয়পুরহাটের ওয়াই আর সি সদস্যরা একত্রিত হন।
দুপুরের বিরতির পর ২৫০টিরও বেশি মোটরসাইকেলের একটি বিশাল র্যালি চারমাথা ফ্লাইওভার প্রদক্ষিণ করে ফের টিএমএসএস মাঠে এসে থামে। এই বাইক প্যারেড বগুড়া শহরের মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং উৎসাহের সঞ্চার করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইয়ামাহার এফ জেড এস-২৫০ সিসির টেস্ট রাইডের সুযোগ পান। এছাড়াও দিনটিকে আরও আনন্দমুখর করে তুলতে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
সন্ধ্যায় ছিল এক জমজমাট কনসার্ট, যেখানে সকলে মেতে ওঠেন গান আর নাচের তালে। অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যেখানে ভাগ্যবান অংশগ্রহণকারীরা আকর্ষণীয় পুরস্কার জেতেন।
ইয়ামাহা এসি আই লিমিটেডের আর এস এম (নর্থ জোন) কাজী সাইফ এবং সিনিয়র টেরিটরি অফিসার সাইফুল হাসান সাইফ পুরো অনুষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
অনুষ্ঠানে শেরপুর ওয়াই আর সি’র অ্যাডমিন মুজাহিদ এবং বগুড়া উত্তরা বাইক সেন্টারের কর্ণধার আবু মোত্তালেব মানিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
“মিড পয়েন্ট মিট-আপ ২০২৫” শুধুমাত্র বাইকারদের একটি মিলনমেলাই ছিল না, এটি ছিল মোটরসাইকেলপ্রেমীদের একটি উৎসব, যা বগুড়া শহরে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে গেল