বগুড়ার শেরপুরে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন করলো নূরে মাদিনা মাদ্রাসা
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
মানবতার সেবায় এক নতুন মাইলফলক স্থাপন করলো বগুড়ার শেরপুর উপজেলার সাগরপুর জিরো পয়েন্ট এলাকার নূরে মাদিনা হাফিজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লা বর্ডিং। বুধবার (৭ মে) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক অসহায় ও দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হান্নান হোসেন সাগরের তত্ত্বাবধানে এই মহৎ উদ্যোগ বাস্তবায়িত হয়। চিকিৎসাসেবা প্রদান করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আ.ন.ম গোলাম হামিম। ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়।
ক্যাম্পে ডায়বেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা, এবং বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি এবং তাদের কৃতজ্ঞতাপূর্ণ প্রতিক্রিয়া এই উদ্যোগের সাফল্যের প্রমাণ। চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে পেয়ে অনেকে আবেগে আপ্লূত হতে দেখা যায়।
চিকিৎসা গ্রহণকারী হালিমা খাতুন বলেন, “অর্থের অভাবে ওষুধ কিনতে পারিনি, রক্তচাপের সমস্যায় ভুগছিলাম। আজ ফ্রি চিকিৎসা ও ওষুধ পেলাম। এই কাজের জন্য সবাইকে ধন্যবাদ।”
আয়োজকরা জানান, নূরে মাদিনা মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান নয়, সমাজের বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম। অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত গ্রামের মানুষদের সেবা দেওয়াই এই ক্যাম্পের প্রধান উদ্দেশ্য।
ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে আরও বেশি মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া যায়।
এই উদ্যোগ স্থানীয় মানুষের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।