বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৪.০৮%, তিনটি মাদরাসায় পাসের হার শূন্য
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বগুড়ার শেরপুর উপজেলায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে মোট ৯০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ৪৯০ জন উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৪.০৮ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে মাত্র ২৪ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় কম।
শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৪২টির বেশি মাদরাসার মধ্যে তিনটি মাদরাসা—নাকুয়া ইসলামিয়া দাখিল মাদরাসা (২ জন পরীক্ষার্থী), কল্যাণী বালিকা দাখিল মাদরাসা (১ জন পরীক্ষার্থী) এবং আমইন দাখিল মাদরাসা (৩ জন পরীক্ষার্থী)— শূন্য পাসের হার অর্জন করেছে।
এছাড়া, কানুপুর দাখিল মাদরাসায় ৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন (পাসের হার ৩৩.৩৩%) এবং মধ্যভাগ ইসলামিয়া দাখিল মাদরাসায় ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন (পাসের হার ৯.০৯%) উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে, কাফুরা সমবায় বালিকা দাখিল মাদরাসা ১০০ শতাংশ পাসের হার নিয়ে উপজেলার শীর্ষে রয়েছে। জিপিএ-৫ অর্জনে শীর্ষে রয়েছে বেগম শাহজাহান তালুকদার দাখিল মাদরাসা। তবে অন্যান্য মাদরাসাগুলোর ফলাফল মধ্যমমানের হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম স্বাক্ষরিত ফলাফলের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
স্থানীয় শিক্ষাবিদরা শূন্য ও নিম্ন পাসের হারের মাদরাসাগুলোর শিক্ষার মান উন্নয়নে জরুরি হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তারা শিক্ষক প্রশিক্ষণ, পরিকাঠামোগত উন্নয়ন এবং নিয়মিত তদারকির মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধির দাবি জানিয়েছেন।