Bangla
2 days ago

বগুড়ায় ২৪৮ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার, সিএনজি জব্দ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বগুড়ার শেরপুর থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে ২৪৮ লিটার দেশীয় চোলাই মদসহ মো. সেলিম মৃধা (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি (নিবন্ধন: বগুড়া-থ ১১-৫৬০৬) জব্দ করা হয়। তবে তিনজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শেরপুর থানা সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে রামচন্দ্রপুর এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সন্দেহজনক সিএনজিকে থামানোর সংকেত দেওয়া হয়। গাড়ি থামানোর পর সামনে ও পেছনে বসা তিনজন দ্রুত পালিয়ে যায়। তবে চালকের আসনে থাকা সেলিম মৃধাকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে ছয়টি সাদা প্লাস্টিকের বস্তায় ৫১৪টি বোতলে ভরা ২৪৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক আসামিরা হলেন শ্রী রাজিব চন্দ্র (৩২), বাড়ি চকসূত্রাপুর হরিজন কলোনী, বগুড়া সদর; শ্রী হৃদয় বাঁশফোড় (৩০), বাড়ি রামচন্দ্রপুরপাড়া (সুইপাড় কলোনী), শেরপুর; এবং শ্রী সুজন (৩৫), বাড়ি চকসূত্রাপুর হরিজন কলোনী, বগুড়া সদর। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তার সেলিম মৃধার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

anambba@gmail.com 

শেয়ার করুন