প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. সায়েদুর রহমান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, অধ্যাপক মোঃ সায়েদুর রহমানকে চার বছরের জন্য বিএসএমএমইউ-এর ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই নিয়োগ দেন।
অধ্যাপক মোঃ সায়েদুর রহমান বিএসএমএমইউ-এর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।