Bangla
2 days ago
বিমান বাহিনীর সাবেক প্রধান ও তার পরিবারের ৩৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের ৩৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবের মোট পরিমাণ ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা।
শনিবার (২৪ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষ থেকে আদালতে আবেদন করেছিলেন উপ-পরিচালক মো. তানজির হাসিব সরকার।
দুদকের অভিযোগে বলা হয়েছে, শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য এবং অর্থ পাচারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে জানা যায়, তিনি এবং তার পরিবার সম্পদ স্থানান্তর বা গোপন করার চেষ্টা করছেন, তাই সেগুলো জব্দ করা জরুরি ছিল।