Bangla
3 days ago

বিনিয়োগকারীদের আগ্রহে দিনের শুরুতে উর্ধ্বমুখী শেয়ারবাজার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

দিনের প্রথমভাগে উত্থান দিয়ে শুরু হয়েছে শেয়ারবাজার। সাম্প্রতিক মূল্য পতনের পর আজ সোমবার (৫ মে) লাভজনক শেয়ারগুলো কিনতে আগ্রহী বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হওয়ায় প্রথম ঘণ্টায় লেনদেন প্রায় ৩০০ কোটি টাকায় পৌঁছায়।

আগের দিনের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় এদিন বাজার ইতিবাচক প্রবণতায় খুলেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয়ের পরিমাণ ঘোষণার মধ্য দিয়ে বাজারে সম্ভাব্য পুনরুদ্ধারের প্রত্যাশা তৈরি হয়েছে।তবে বাজারে চলমান অস্থিরতার মধ্যে অধিকাংশ বিনিয়োগকারী এখনও সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান একজন শীর্ষস্থানীয় ব্রোকার।

সকাল ১১টার দিকে এই প্রতিবেদন তৈরির সময়  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বা শূণ্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৬৪ পয়েন্টে পৌঁছায়।

ডিএসইর ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৯ পয়েন্টে দাঁড়ায়, আর শরিয়া-ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে পৌঁছায় ১ হাজার ১০১ পয়েন্টে।

প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন দাঁড়ায় ২৯৮ কোটি টাকা।

এসময়ে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১৭৫টির শেয়ারদর বেড়েছে, ১২৩টির কমেছে এবং ৯১টির কোনো পরিবর্তন হয়নি।

বিচ হ্যাচারি ছিল সর্বাধিক লেনদেন হওয়া কোম্পানি, যার প্রায় ১৪ দশমিক ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও এ সময় পর্যন্ত উত্থান দেখা গেছে। সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ৮১৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে পৌঁছায় ৮ হাজার ৪২২ পয়েন্টে।

babulfexpress@gmail.com

শেয়ার করুন