Bangla
4 days ago

বিপিএলের নতুন ফ্র‍্যাঞ্চাইজি 'নোয়াখালী রয়্যালস'

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

অবশেষে নোয়াখালীবাসীর অপেক্ষা ফুরোতে যাচ্ছে। এবারের বিপিএলে নতুন দল হিসেবে বিপিএলে আসতে যাচ্ছে নোয়াখালী রয়্যালস।

বিপিএলে অংশ নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন জমা দিয়েছে নোয়াখালী রয়্যালস। গত ২৪ জুন ফ্র‍্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারের অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে শায়ান'স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।

বিপিএলের আসন্ন আসর মাঠে গড়ানোর কথা ডিসেম্বর-জানুয়ারির দিকে। সোমবার (৩০ জুন) বিসিবির সভায় এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে আলোচনা শেষের আগেই আলোড়ন ফেলে দিয়েছে সায়ান'স গ্লোবাল নামের প্রতিষ্ঠান। আগামী বিপিএলে নোয়াখালী থেকে দল কেনার জন্য বেশ ভালোভাবেই মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি।

গত ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর দেয়া এক চিঠিতে সায়ান'স গ্লোবাল জানায়, বিপিএলে দল নেয়ার পাশাপাশি নোয়াখলী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা। এছাড়া, বিপিএলের সকল প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ হওয়ার আবেদন জানিয়েছে তারা।

বিপিএলের ১১তম আসরে ফ্র‍্যাঞ্চাইজির ক্ষেত্রে বড় পরিবর্তন আসার কথা ছিল এমনিতেও। ফারুক আহমেদের নেতৃত্বে আয়োজিত সর্বশেষ বিপিএলে একাধিক অনিয়ম-বিশৃঙ্খলা যেন মাত্রা ছাড়িয়েছিল। দুয়েকটি ফ্র‍্যাঞ্চাইজি ব্যতীত প্রায় সবার বিরুদ্ধে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নয়-ছয়ের অভিযোগ ওঠে।

শেয়ার করুন