Bangla
4 days ago

বিপিএমসিএ নির্বাচন: প্রচারণায় ব্যস্ত মহিউদ্দিন-মুকিত পরিষদ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছে মহিউদ্দিন-মুকিত পরিষদ। প্রচারণার অংশ হিসেবে, বৈষম্যবিরোধী বিপ্লবত্তোর বাংলাদেশে দিন বদলের অঙ্গীকার নিয়ে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সাথে নির্বাচনী মতবিনিময় এবং ভোট প্রার্থনা করছেন মহিউদ্দিন-মুকিত পরিষদের প্রার্থীরা।

বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট নানা অঙ্গীকার ব্যক্ত করছেন তারা। প্রচারণা ও গণসংযোগের অংশ হিসেবে মহিউদ্দিন-মুকিত পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে নির্বাচনী মতবিনিময় সভাও করছেন।

আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১১০ সদস্য ভোট দিয়ে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করবেন। এই নির্বাচনে মহিউদ্দিন-মুকিত পরিষদসহ মোট দুটি প্যানেল অংশগ্রহণ করছেন।

মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সভাপতি পদে ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম. এ. মুকিত প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা সভাপতি পদে এবং ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই পরিষদ থেকে সহ-সভাপতি পদে আজগর আলী মেডিকেল কলেজের মো. হাসান, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মো. আব্দুল জলিল, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. ওয়েছ আহমদ চৌধুরী, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান পাটোয়ারী এবং বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের সাফিনা আক্তার। যুগ্ম সম্পাদক পদে বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জহুরুল হক, মার্কস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. ইকবাল মাসুদ, ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজের নিজামউদ্দিন হাসান রশিদ এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর শরীফ ইবনে হাসান। অর্থ সম্পাদক পদে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে ঢাকার বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আব্দুস সবুর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে একটি, সাধারণ সম্পাদক পদে একটি, সহ-সভাপতি পদে পাঁচটি, যুগ্ম সম্পাদক পদে চারটি, অর্থ সম্পাদক পদে একটি, সাংগঠনিক সম্পাদক পদে একটি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে তিনটি, আইন বিষয়ক সম্পাদক পদে একটি, শিক্ষা, সংস্কৃতি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে একটি এবং কার্যনির্বাহী সদস্য পদে তিনটি পদ-সহ সর্বমোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।

নির্বাচনে মহিউদ্দিন-মুকিত পরিষদ বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট নানা অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার মধ্যে অন্যতম হলো মেডিকেলে শিক্ষার্থী ভর্তিতে অটোমোশন বাতিল, শিক্ষার্থী ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি কিস্তিতে প্রদানের ব্যবস্থা বিলুপ্তকরণ, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের একক সমন্বিত পরিদর্শন ব্যবস্থা চালুকরণ, মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদে নিয়ন্ত্রক সংস্থাসমূহের অন্তর্ভুক্তি বাতিল, বেসরকারি মেডিকেল কলেজের ন্যূনতম আসন সংখ্যা ১০০টি করা এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারী বেসরকারি মেডিকেল কলেজকে সরকারি প্রণোদনা প্রদান করতে হবে।

মহিউদ্দিন-মুকিত পরিষদের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, জুলাই বিপ্লবত্তোর বাংলাদেশে পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজসমূহের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে মানসম্মত মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানের বিপুল সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন সঠিক নেতৃত্বের পেছনে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। মহিউদ্দিন-মুকিত পরিষদ জয় লাভ করলে এমন বাস্তবতার প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করছি।

এছাড়া, বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট সকল অঙ্গীকার বাস্তবায়িত হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন