Bangla
2 days ago

বিরাট ঘাটতি নিয়ে বাজেট তৈরি নয়: অর্থ উপদেষ্টা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বর্তমান সরকার বিরাট পরিমাণ ঘাটতি নিয়ে বাজেট তৈরি করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

এ সময় তিনি বলেন, " আমরা বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ঋণ নিয়ে কিংবা ব্যাংক থেকে বড় ঋণ নিয়ে, টাকা ছাপিয়ে এসব প্রকল্প পরিচালনা করব না।" 

আজ মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে ক্রয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "তেলের কিছু ঘাটতি রয়েছে, তবে আমরা রাইস ব্রান অয়েল আমদানি করার কথা ভেবেছি। বেশিরভাগ প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ের। আমাদের নদী পাড়গুলো ভেঙে যাচ্ছে, তাই আমরা নদী সংরক্ষণ প্রকল্পে ৬টি নতুন প্রকল্প অনুমোদন করেছি। যদি আমরা নদী রক্ষা না করি, তাহলে বর্ষাকালে নদীর পাড় ভাঙন অব্যাহত থাকবে। এছাড়া এলএনজি (তৈল গ্যাস) আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" 

কাস্টমস কর্মকর্তারা অভিযোগ করছেন, তাদের মতামত উপেক্ষা করে এনবিআরের নতুন অর্ডিন্যান্স করা হয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, "আমরা এ বিষয়ে কিছু বলতে চাই না। তারা তাদের মতামত জানাবে। তবে আপনাদের উচিত বিষয়টি ভালোভাবে পড়া এবং দেখতে হবে যে তাদের স্বার্থ সংরক্ষিত রয়েছে। এনবিআর যেভাবে কাজ করে, তা আন্তর্জাতিক পদ্ধতির অনুসরণ। পলিসি ডিভিশন এবং ইমপ্লিমেন্টেশন ডিভিশন আলাদা থাকে, এটা পৃথিবীর সব দেশে একই নিয়ম। পলিসি ডিভিশনে অভিজ্ঞ এবং পেশাদার লোক প্রয়োজন, যাদের অর্থনীতি এবং জিডিপি সম্পর্কে ধারণা থাকে, আর এনবিআর তা বাস্তবায়ন করবে।" 

অর্থ উপদেষ্টা আরও বলেন, এনবিআর যদি পলিসি তৈরি করে, তারা আদায়ও করবে, এর মধ্যে তাদেরও কিছু স্বার্থ রয়েছে। তবে অধ্যাদেশ তৈরি করার সময় বিষয়টি গভীরভাবে চিন্তা করা হয়েছে। এনবিআরের হাজার হাজার লোকের সঙ্গে আলোচনা করা সম্ভব নয়, তবে মেম্বার এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

রাজস্ব আদায়ের ব্যাপারে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগের তুলনায় রাজস্ব আদায় ২ শতাংশ বেশি হয়েছে, তাই আমি আশা করছি, অন্তত আগের থেকে কম হবে না। আমরা বাজেট বাস্তবায়ন করার চেষ্টা করব, তবে বিরাট ঘাটতি নিয়ে বাজেট তৈরি করা হবে না। বড় মেগা প্রকল্প নিয়ে ঋণ করা হবে না। কিছুটা ঘাটতি থাকবে, তবে তা আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।

তিনি আরও বলেন, বাজেটের আকার গত বছরের তুলনায় ছোট হবে কি না, সেটি সময়মতো জানা যাবে।

শেয়ার করুন