Bangla
3 days ago

বিসিবিতে অভিযান শেষে যা জানাল দুদক

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবারও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে ১৫ এপ্রিল বিপিএলের টিকিট বিক্রি সংক্রান্ত দুর্নীতি নিয়ে অভিযান চালিয়েছিল সংস্থাটি। এবার তারা তদন্ত করেছে নতুন গঠনতন্ত্র, তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাই এবং আর্থিক অনিয়মের অভিযোগে বিসিবি কার্যালয়ে অভিযান চালিয়েছে সংস্থাটি। 

শনিবার দুপুর ১টার দিকে চার সদস্যের একটি দুদক টিম মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যায় এবং প্রাথমিকভাবে কিছু নথিপত্র সংগ্রহ করে বিশ্লেষণ করে।

দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানান, তৃতীয় বিভাগ ক্রিকেটে আগে যেখানে অনেক ক্লাব অংশ নিতে পারত, সেখানে এখন ২-৩টির বেশি ক্লাব সুযোগ পায় না। এতে প্রতিযোগিতা কমে গেছে এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের জন্য সুযোগ সংকুচিত হয়েছে। এছাড়া নতুন কিছু শর্ত দেশের ছোট ক্লাবগুলোর জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা খেলোয়াড়দের ক্ষেত্রে।

দুদক জানায়, বিসিবির পরিচালনা গঠনতন্ত্র অনুযায়ী হওয়ার কথা থাকলেও সেখানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। আদালতের রায়ের ভিত্তিতে গঠনতন্ত্র সংশোধন হলেও সেটা কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে।

রাজু আহমেদ বলেন, বিসিবিতে সঠিক চাকরি বিধিমালা নেই এবং একটি প্রতিষ্ঠানের যেভাবে সংগঠিত হওয়ার কথা, তা এখানে দেখা যায় না। এসব বিষয় যাচাই করে দুদক একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবে, যার ভিত্তিতে কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে। 

শেয়ার করুন