বিশৃঙ্খল পরিস্থিতিতে কক্সবাজারে স্থগিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আগুন ধরিয়ে দেয়া হয়েছে স্টেডিয়ামের গ্যালারিতে। এতে কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন ও একাধিক সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টিকিটের মূল্য ছিল ৫০ টাকা। কিন্তু সেখানে ১০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। এছাড়া স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১০ থেকে ১৫ হাজার। সেখানে ৪০ থেকে ৫০ হাজার দর্শক ঢোকানো হয়েছে। এ কারণে বিশঙ্খলার সৃষ্টি হয়।
এদিকে, টিকিট না পেয়ে দর্শকরা স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরে তাদের বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেডিয়ামে ঢুকে বিনাটিকিটের দর্শকদের বের করে দিতে চাইলেই বাধে সংঘর্ষ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। পুলিশকে ঘিরে ফেলা হয় চারদিক থেকে।
টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এক সদস্য অভিযোগ করে বলেন, আয়োজক কমিটির গাফিলতির কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাদের আরও দায়িত্বশীল ও সতর্ক থাকা উচিত ছিল।
সন্ধ্যায় স্টেডিয়ামের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দিয়েছে উশৃংখল দুর্বৃত্তরা৷ ঘটনার সময় থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। স্টেডিয়ামের মধ্যে আটকা পড়েছে খেলোয়াড়রা। সংঘর্ষ শুরু হতেই খেলা বন্ধ করে দেয়া হয়।
tahjibulanam18@gmail.com