Bangla
5 days ago

বিশ্ববিদ্যালয়ের অস্থিরতায় উদ্বিগ্ন শিক্ষা উপদেষ্টা, শিগগির সমাধানের আশা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলমান অস্থিরতা নিয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে শিগগিরই এই সমস্যা সমাধান হবে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সি আর আবরার এ কথা বলেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আমরা সচেতন এবং এর কারণে শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। এই পরিস্থিতি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

আলোচনা ও সংলাপের মাধ্যমে এই সংকট সমাধান করা সম্ভব উল্লেখ করে তিনি জানান, সমাধানের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং আমরা দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি; আশা করছি শীঘ্রই এটি সমাধান হবে।

বিশ্ববিদ্যালয়গুলো সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ও নিয়মিত যোগাযোগ রাখছে জানিয়ে তিনি বলেন, সবাইকে ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে সমস্যার সমাধানের জন্য কাজ করার আহ্বান জানানো হচ্ছে। কারণ এমন পরিস্থিতি কারোই কাম্য নয়।

উল্লেখ্য, গত কয়েক দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংঘাত ও অস্থিরতার ঘটনা ঘটেছে। 

শেয়ার করুন