Bangla
4 days ago

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের ঢাকা সফর

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট ১২ জুলাই ঢাকা পৌঁছেছেন। এটি তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। সফরে তিনি বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত তিনি বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। জুট বলেন, বাংলাদেশের মানুষ ও এখানকার পরিবর্তন দেখতে আমি উন্মুখ। বিশ্বব্যাংক সবসময় বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় পাশে থাকবে। 

তিনি ১৯৯৯ সালে বিশ্বব্যাংকে যোগ দেন এবং সম্প্রতি ব্রাজিলের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। 

শেয়ার করুন