প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১০ মে) এক শুভেচ্ছাবার্তায় তিনি বাংলাদেশসহ বিশ্বব্যাপী বৌদ্ধ সম্প্রদায়কে এ শুভেচ্ছা জানান এবং তাদের সুখ, শান্তি ও সুস্থ দীর্ঘজীবন কামনা করেন।
তিনি বলেন, রোববার (১১ মে) উদযাপিত হতে যাওয়া বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এবারের বুদ্ধ পূর্ণিমা এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন বিশ্বে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার প্রয়োজন আরও গভীরভাবে অনুভূত হচ্ছে। গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও করুণার বাণী আজকের দিনে মানবজাতির জন্য অতীব প্রাসঙ্গিক। তিনি আশা প্রকাশ করেন, এই পবিত্র দিনটি মানবতার পথ আলোকিত করবে বোঝাপড়া, সহানুভূতি ও আনন্দ দিয়ে।