Bangla
23 days ago

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত শতাধিক

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।

পাকশিমুল ইউনিয়নের সরাইল-অরুয়াইল সড়কের পাশের একটি জমিকে কেন্দ্র করে শিশু চেয়ারম্যানপন্থী রাজিব ও সাদুর গোষ্ঠীর নুরুল আমিনপন্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে সেই বিরোধ চরমে পৌঁছালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি, রড, দা, ছোরা ব্যবহার করে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয়দের অনেকে ঘর থেকে বের হতে সাহস পাননি। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে রহিম মিয়া, মনির মিয়া, ইসরাইল মিয়া, মজলুম ইসলাম, নাজমুল হক, মাহবুব, সাইফুল, ইউনূস মিয়া, তারেক মিয়া, ইয়ামিন, জলিল, বশির মিয়া, কুতুব আলী, রমজ মিয়া, জিহাদ মিয়া, রিপন মিয়াসহ অনেকের নাম পাওয়া গেছে।

সংঘর্ষের পরপরই সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সরাইল থানার ওসি রফিকুল হাসান বলেন, “জমি সংক্রান্ত পূর্ব বিরোধ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে আছে।” 

শেয়ার করুন