Bangla
3 days ago

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে দুই শিশুর প্রাণহানি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

দুই শিশুর মধ্যে তানিশা মনি (৫) কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম (৪) একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিস্টার মিয়া পরিবার সূত্রে নিশ্চিত করেছেন, চারপাশ নদী বেষ্টিত এই গ্রামের দুই শিশু, তানিশা ও তাবাসসুম, এক বাড়িতে বসবাস করত। শনিবার সন্ধ্যায় তারা দোকান থেকে ঝালমুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নদীর ঘাটলায় গিয়ে বসে। কিছুক্ষণ পর নদীতে অবস্থান করা নৌকায় থাকা কয়েকজন ব্যক্তি পানিতে কিছু একটা ভাসতে দেখে এগিয়ে যান এবং দুই শিশুর নিথর দেহ পানিতে ভেসে থাকতে দেখেন। পরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন