Bangla
2 days ago

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচলে বিঘ্ন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় তিতাস কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ডাউন লাইনে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

বাসস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দেড় ঘণ্টা পর বিকল্প (লুপ) লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্থ হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। দুপুর দুইটার পর লাইনচ্যুত বগিটি রেখে বাকিগুলো সড়িয়ে ট্রেন চলাচল শুরু করা হয়।

তিতাস ট্রেনের স্টুয়ার্ড মো. জাকির হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার সময় আশুগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে তালশহর অতিক্রম করার সময় তিতাস ট্রেনের (ড) বগিটির একটি চাকা লাইনচ্যুত হয়। 

এ ব্যাপারে তালশহর রেল স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, দুপুরে আশুগঞ্জ থেকে যাত্রা বিরতি দিয়ে তিতাস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্যে তালশহর স্টেশন পার হওয়ার আগেই ট্রেনটির (ড) বগির একটি চাকা লাইনচ্যুত হয়। ফলে চট্টগ্রাম অভিমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত বাকি বগিগুলো সড়িয়ে দুপুর দুইটার পরে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। লাইনচ্যুত বগিটি সড়িয়ে নেয়ার কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামতে আমাদের লোকজন কাজ শুরু করেছে। 

শেয়ার করুন