Bangla
2 days ago

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, ইউএনও-ওসিসহ ২০ জন আহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনার জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার চানমণি পাড়া গ্রামে এই সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ২০ জন আহত হন, তাদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসানও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হালেমা বেগম নামে এক নারী ও তার ছেলে সাইফুল ইসলামের সঙ্গে তৌহিদুল ইসলামের কথা কাটাকাটির জেরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ইট-পাটকেল ও লাঠি ব্যবহার করা হয়, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, সংঘর্ষের পেছনে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন