প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বরিশাল জেলার বিভিন্ন থানার এগারোজন অফিসার-ইন-চার্জকে বদলি করে বিভিন্ন থানায় নতুন পদায়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার বরিশাল পুলিশ সুপারের এক আদেশে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি ও ওসি (তদন্ত), হিজলা, বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ, জেলা ডিবি, বিভাগীয় পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা, জেলা সার্কেল অফিস এবং সদর আদালতের ওসিদের বদলি করে নতুন পদায়ন দেওয়া হয়েছে।
তাদেরকে ৪ মে’র মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন বলেন, বদলিগুলো রুটিন কাজ।