প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে, দেশের বেশিরভাগ এলাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আজ রোববার (২০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এ সময় খুলনা ও বরিশালের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমে যেতে পারে।
সোমবার (২১ জুলাই) থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশালের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এই সময়েও চারটি বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা স্থির থাকতে পারে।
মঙ্গলবার (২২ জুলাই) একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে তাপমাত্রায় তেমন পরিবর্তন আশা করা হচ্ছে না।
বুধবার (২৩ জুলাই) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশালের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এই দিনেও কিছু অঞ্চলে ভারী বর্ষণ দেখা দিতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী পাঁচদিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।