Bangla
3 days ago

চার বিভাগে ভারী বর্ষণের আভাস

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও মাঝারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

শনিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঢাকায় দুই দিন বৃষ্টি কম থাকলেও সোমবার থেকে তা আবার বাড়তে পারে।

তবে আগামী ৮ আগস্টের পর সারাদেশে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে সৈয়দপুরে। ঢাকায় বৃষ্টি হয়েছে ২৩ মিলিমিটার।

শেয়ার করুন