Bangla
2 days ago

চার দাবিতে এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতি চলছে

ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং এর আওতাধীন সব অফিসে চারটি দাবি নিয়ে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে। দাবিগুলোর মধ্যে রয়েছে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ এবং অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা।

শনিবার সকাল ৯টা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তবে রপ্তানি এবং আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মবিরতির আওতামুক্ত। কর্মবিরতি শেষে বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গত ২১ মে স্মারকলিপি দিয়ে তাদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে জানায়। তারা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব সংস্কারের সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ এবং টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবি জানায়।

এদিকে, অর্থ মন্ত্রণালয় স্মারকলিপির পর সংশোধন আনার আশ্বাস দিলেও এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের দাবিতে অনড় রয়েছে।

শেয়ার করুন