Bangla
2 days ago

চার পয়েন্ট হারিয়ে ওয়ানডেতে র‍্যাঙ্কিংয়ে পতন বাংলাদেশের

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ধারবাহিকভাবে ম্যাচে হার ও হতাশাজনক পারফরম্যান্সের ব্যর্থতার ছাপ পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে। 

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজও হেরেছিল। ২০২৩ বিশ্বকাপেও পারফরম্যান্স ছিলো হতাশাজনক। সব মিলিয়ে দলের পয়েন্টে ঘটেছে ব্যাপক পতন।  

আজ সোমবার (৫ মে) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সর্বশেষ তিন বছরের বাৎসরিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ৪ রেটিং পয়েন্ট হারিয়ে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে টাইগাররা এখন দশম স্থানে। বাংলাদেশের জায়গা নিয়ে নবম স্থানে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

টেস্ট এবং টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অবশ্য আগের মতোই নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত। রোহিত শর্মার দল রেটিং পয়েন্ট ১২২ থেকে বাড়িয়ে ১২৪ করে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্সআপ নিউজিল্যান্ড। তারা অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে। অস্ট্রেলিয়া নেমে গেছে তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়াকে হারানোর সুবাদে তারা পেয়েছে পাঁচ রেটিং পয়েন্ট। শ্রীলঙ্কার উত্থানে পিছিয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ফর্ম হারানোর কারণে রেটিং পয়েন্ট হারিয়েছে।

এদিকে, আফগানিস্তানও উন্নতি করেছে। চার পয়েন্ট বাড়িয়ে সপ্তম স্থানে উঠেছে তারা। এক ধাপ নেমে অষ্টম স্থানে রয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ পাঁচ রেটিং পয়েন্ট বাড়িয়ে নবম স্থানে উঠেছে। আর বাংলাদেশ চার পয়েন্ট হারিয়ে দশম স্থানে অবস্থান করছে।

শেয়ার করুন