Bangla
7 days ago

ছাত্র আন্দোলনে প্রাণঘাতী দমন অভিযানের নির্দেশ দিয়েছিলেন হাসিনা: বিবিসি আই

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হওয়ার অডিও রেকর্ডিং-এর সত্যতা যাচাই করেছে বিবিসি আই।

বিবিসি আইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুযায়ী, হাসিনা বলেন তিনি নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে "মারণাস্ত্র" ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং "তাদের যেখানে পাওয়া যাবে, সেখানে গুলি করা হবে" বলে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশে প্রসিকিউটররা এই রেকর্ডিংকে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন। বর্তমানে পলাতক সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী এসব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। 

জাতিসংঘের তদন্তকারীদের মতে, গত বছর এ সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছেন। 

তবে বর্তমানে ভারতে অবস্থানকৃত শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সব অভিযোগ অস্বীকার করেছে। 

আওয়ামী লীগের একজন মুখপাত্র দাবি করেন, এই টেপে কোনো "অবৈধ উদ্দেশ্য" বা "অতিরিক্ত প্রতিক্রিয়ার" ইঙ্গিত নেই।

চলতি বছরের মার্চে এক অজ্ঞাত সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের এই ফাঁস হওয়া অডিও হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, যা থেকে বোঝা যায় তিনি সরাসরি সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। 

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়। 

পরে তা একটি গণআন্দোলনে রূপ নেয়, যা হাসিনাকে ১৫ বছর পর ক্ষমতাচ্যুত করে। ১৯৭১ সালের যুদ্ধের পর এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ সহিংসতা। 

শেয়ার করুন