ছাত্রদের কাজ হওয়া উচিত ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়: রুহুল কবির রিজভী
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ছাত্রদের কাজ ক্যাম্পাসে হওয়া উচিত, মন্ত্রণালয়ে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখন মন্ত্রণালয়ে ছাত্র সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে, যা তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, কিছু সুবিধাবাদী শ্রেণি ছাত্রদের বিপথে পরিচালিত করছে।
শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকারের ফ্যাসিবাদী আচরণের কারণে বিএনপি নেতাকর্মীদের নামে ৬০ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যাতে তারা প্রতিবাদ করতে না পারে।
রিজভী আন্দোলন করে আসা নেতাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা ও নির্যাতন নিয়ে কথা বলেন এবং দ্রুত মামলাগুলোর নিষ্পত্তি চান।