Bangla
8 months ago

ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ৯

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

মোটরসাইকেল জব্দকে কেন্দ্র করে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। শরীয়তপুরের নড়িয়া থানায় বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে মামলা করেছেন এবং এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকা থেকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়। পরদিন রাতে সেগুলো ছাড়াতে নড়িয়া পৌর যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখের ভাতিজা ও কলেজ ছাত্রদল নেতা শাহীন শেখসহ কয়েকজন থানায় আসেন। কাগজপত্র না দেখাতে পারায় পুলিশ মোটরসাইকেল ছাড়তে রাজি হয়নি। এতে তারা ক্ষিপ্ত হয়ে থানায় ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালায়।

হামলায় পুলিশ কনস্টেবল বিল্লাল হোসেন আহত হন। তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

শেয়ার করুন