Bangla
3 days ago

চিন্ময় দাসের জামিন নিয়ে রুল শুনানি আজ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বিষয়ে জারি করা রুলের শুনানি আজ হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ শুনানি তালিকাভুক্ত রয়েছে।

এর আগে ২৩ এপ্রিল রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় আদালত শুনানি মুলতবি করে ৩০ এপ্রিল নতুন দিন নির্ধারণ করেন। চিন্ময়ের পক্ষে আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুল বাসেত ও ফরিদ উদ্দিন খান।

প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট চলতি বছরের ৪ ফেব্রুয়ারি একটি রুল জারি করেন। এতে জানতে চাওয়া হয়, কেন তাকে জামিন দেওয়া হবে না। এরপর ১৯ মার্চ রুলটি শুনানির জন্য ওঠে এবং আদালত সময় নির্ধারণ করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান জানান, রাষ্ট্রপক্ষে কিছু আপডেট তথ্য উপস্থাপনের প্রয়োজন ছিল বিধায় এক সপ্তাহ সময় চাওয়া হয়, যা আদালত মঞ্জুর করেছেন। এখন ৩০ এপ্রিল রুলের ওপর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। 

শেয়ার করুন