প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর পুলিশ গ্রেপ্তার করেছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।
শনিবার সকালে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
ওমরাহ পালন করে এদিনই দেশে ফিরেছিলেন এই চিত্রনায়িকা। সৌদি আরবে তার স্বামী রাকিব সরকারও গিয়েছিলেন। তবে মাহি একাই দেশে ফেরেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গাজীপুরের বাসন এলাকার বাসিন্দা ব্যবসায়ী রাকিব ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য।
রাকিবকে বিয়ে করার পর রাজনীতিতে আসা মাহিও রাজনীতিতে নেমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হন। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছিলেন তিনি।
মাহি ও রাকিবের বিরুদ্ধে শুক্রবার গাজীপুর বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন থানার এসআই মোহাম্মদ রোকন মিয়া।
মামলায় মাহি ও রাকিবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট, মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃ্ঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
সেই মামলায় মাহিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ইব্রাহিম।
 
 
 For all latest news, follow The Financial Express Google News channel.
              For all latest news, follow The Financial Express Google News channel.