Bangla
3 days ago

চোর সন্দেহে শ্রমিককে পিটিয়ে আহত, গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গাজীপুরের কোনাবাড়ীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে আহত করার ঘটনায় বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা। আজ শনিবার (২৮ জুন) দুপুরে গ্রিনল্যান্ড গার্মেন্টসের শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর রোডের পাশে অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টসের ভেতরে এক যুবক প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করে কারখানার লোকজন। এরপর তার হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। পরে অবস্থার অবনতি হলে সকালে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ঘটনার পর জানা যায়, আহত যুবক নিজেও ওই কারখানার শ্রমিক। বিষয়টি জানাজানি হলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর জেরে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে কোনাবাড়ী বিসিক এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আহমেদ জানান, চোর সন্দেহে এক যুবককে মারধরের ঘটনায় শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভে নামে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন