প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
চট্টগ্রামে আলোচিত জোড়া খুনের মামলার প্রধান আসামি মো. হাসান (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) রাতে নোয়াখালীর হাতিয়া থানার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বাকলিয়া থানার পুলিশ জানায়, গ্রেফতারের পর হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ড্রেসিং টেবিলের পেছনে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২টি গুলি উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ রাতে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকারে গুলি চালিয়ে বখতেয়ার হোসেন মানিক ও মো. আবদুল্লাহকে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় দুজন আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, মোট ১৩ জন সন্ত্রাসী ৬টি মোটরসাইকেল ব্যবহার করে এ হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিল বায়েজিদ বোস্তামি এলাকার তালিকাভুক্ত অপরাধী সরওয়ার হোসেন বাবলা।
হামলার পেছনে ছিল এলাকায় অপরাধী চক্রের আধিপত্য বিস্তারের লড়াই এবং শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের গ্রেফতারের প্রতিশোধ।
এ ঘটনায় নিহত মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ১ এপ্রিল কারাবন্দী ছোট সাজ্জাদ, তার স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন।