Bangla
2 days ago

চুরির সময় ধরা পড়ে দুই খালাকে খুন, ১৪ বছরের ভাগনে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সাইকেল কেনার জন্য খালার ব্যাগ থেকে ৩ হাজার টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় দুই খালাকে হত্যা করে এক কিশোর।  মাকে জানানো হবে শুনে রাগের বশে ১৪ বছরের কিশোর গোলাম রব্বানী প্রথমে বড় খালাকে, পরে চিৎকারে ছুটে আসা ছোট খালাকেও ছুরি ও শিলপাটা দিয়ে আঘাত করে হত্যা করে সে।

গত শুক্রবার (৯ মে) রাতে রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় ঘটনাটি ঘটে। খুনের পর পোশাক পাল্টে বাসা থেকে বেরিয়ে যায় রব্বানী। এমনকি পরদিন খালাদের জানাজায় অংশ নেয় এবং তদন্তেও সহযোগিতার ভান করে। 

তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ১১ মে ঝালকাঠির নানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ জানায়, খুনের পর সে রক্তমাখা পোশাক পাল্টে ফেলে, কাপড়-জুতা গোপন করে এবং হত্যাকাণ্ডের আলামত মুছে ফেলার চেষ্টা করে। এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না বা পারিবারিক কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

শেয়ার করুন