Bangla
3 days ago

ডাকসু নির্বাচন: ইসলামী ছাত্র আন্দোলনের প্রথম সম্ভাব্য প্যানেল ঘোষণা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্রথম সম্ভাব্য প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নাহিয়ান।

ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাবি শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচিত হলে তারা নারী হলগুলোতে বৈদ্যুতিক পাখা বা এসির ব্যবস্থা, শতভাগ আবাসন সুবিধা ও মান উন্নয়ন, ডিজিটাল রেজিস্ট্রার অফিস, গবেষণাভিত্তিক স্কলারশিপ, স্মার্ট ক্লাসরুম, অনলাইন ক্লাস ও পরীক্ষা চালুর উদ্যোগ নেবেন। এছাড়া ছাত্র-অভিযোগ সেল, মানসিক স্বাস্থ্য হেল্পলাইন, ক্যারিয়ার গাইডেন্স ও স্কিল ট্রেনিংও নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাথাপিছু ব্যয়ের স্বচ্ছ ব্যবহার ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করে একটি গণমুখী ক্যাম্পাস গড়তে প্রশাসনকে বাধ্য করবেন।

ঘোষিত প্যানেলে বিভিন্ন পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫ শিক্ষার্থী, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু বকর, মোহাম্মদ আলী, প্লাবন আহমেদ, জুরাইয়া আক্তার, ইলিয়াস তালুকদার, মুঈনুল ইসলাম, ইমরান হোসাইন, সাব্বির আহমেদ, হাবিবা, শাহরিয়ার জাবির ও জাকিয়া মুন।

শেয়ার করুন