Bangla
3 days ago

ডাক্তারদের উপহারের পণ্য এখন নিউমার্কেটের ফুটপাথে, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নিউ মার্কেট এলাকা। ফাইল ছবি।
নিউ মার্কেট এলাকা। ফাইল ছবি।

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাথে পাওয়া যাচ্ছে ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানিগুলোর দেওয়া উপহার।

ফুটপাথে সাজানো সারি সারি দোকানে পাওয়া যাচ্ছে- রঙিন কাপ, ঝকঝকে প্রেসার কুকার, মানসম্মত পারফিউম, পানি পান করার গ্লাস, ফ্রাইপেন, মসলা, ঘি, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশসহ নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী। 

দুই বছর ধরে এ ধরনের পণ্য বিক্রি করছেন নুরুল ইসলাম। তিনি জানান, বিভিন্ন ওষুধ কোম্পানি ডাক্তারদের কাছে প্রচারণার অংশ হিসেবে নানা ধরনের উপহার দেন। ডাক্তাররা এসব পণ্য নিজেদের প্রয়োজনের অতিরিক্ত অংশ বিক্রি করে দেন। তারা তাদের কাছ থেকে কিনে এনে ফুটপাতে বিক্রি করেন। 

নুরুল ইসলাম বলেন, “পাইকারি দামের চেয়েও কমে বিক্রি করি। গায়ের দামের চেয়ে ৮০-১০০ টাকা কমে বা অনেক ক্ষেত্রে ১৫-২৫ শতাংশ ছাড় দিয়ে দিই। তাই ক্রেতারা এখানে আসেন।”

শুধু নুরুল ইসলামই নন, নিউমার্কেট এলাকায় আরও অনেকেই এই ব্যবসায় যুক্ত। তারা জানান, এটি এখন অনেকের জীবিকার অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে। ডাক্তারদের কাছ থেকে পাওয়া এই পণ্য কিনে কম দামে বিক্রি করে তারা সংসার চালাচ্ছেন।

ক্রেতাদের মধ্যে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত শ্রেণির মানুষও রয়েছেন। পণ্য ভালো এবং দাম সাশ্রয়ী হওয়ায় এখানে সব শ্রেণির ক্রেতারাই নিয়মিত আসেন। 

রাজধানীর বাড্ডা এলাকা থেকে আসা এক গৃহিণী বলেন, “এদিকে আসলে এখান থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করি। প্রেসার কুকার, গ্লাস, প্লেটসহ নিত্যপ্রয়োজনীয় নানা জিনিস এখান থেকে নেওয়া হয়। দোকানের তুলনায় অনেক কম দামে পাওয়া যায় এখানে।”

ফুটপাতের এই দোকানগুলো এখন নিউমার্কেট এলাকার এক বিশেষ বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। দাম কম, পণ্য নতুন এবং নানা রকম। সব মিলিয়ে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। ডাক্তারদের উপহার সামগ্রীর এই বাজার হয়তো ছোট আকারে শুরু হয়েছিল, কিন্তু ক্রেতা বাড়ার সাথে সাথে এখন তা একটি স্থায়ী ব্যবসায় রূপ নিয়েছে। 

শেয়ার করুন