Bangla
7 days ago

দাতা সংস্থাগুলোর পরামর্শ গ্রহণে ক্ষতি নেই: অর্থ উপদেষ্টা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থার যৌক্তিক ও ফলপ্রসূ পরামর্শ গ্রহণে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৯ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন বলেন, “আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে যে পরামর্শগুলো যুক্তিসঙ্গত ও দেশের জন্য ইতিবাচক, সেগুলো গ্রহণ করা হয়েছে। এতে আমাদের কোনো ক্ষতি হয়নি বরং উপকারই হয়েছে।”

তিনি আরও বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে হিসাব ব্যবস্থাপনা ও অডিটের গুণগত মান বাড়ানো জরুরি। আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্টদের নিজ থেকেই স্বচ্ছতা ও সততার পরিচয় দিতে হবে।

তবে তিনি আক্ষেপ করে বলেন, “অনেক সময় দেখা যায়, হিসাবরক্ষকদের তৈরি প্রতিবেদন মানসম্মত হয় না। আর্থিক খাতে স্বচ্ছতা আনতে শুধু প্রযুক্তির ব্যবহার নয়, ব্যক্তিগত সততাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সামিটে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “প্রতিষ্ঠানগুলোর আর্থিক বিবরণী ও অডিট রিপোর্ট যথেষ্ট স্বচ্ছ না হওয়ায় দেশের সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের অডিট টিম পেশাদারভাবে কাজ করছে এবং প্রকৃত চিত্র তুলে ধরছে, কিন্তু বেসরকারি কোম্পানিগুলোর অডিটে সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না।”

তিনি আরও বলেন, “সঠিক অডিট না হওয়ার কারণে শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক ব্যাংক তাদের প্রকৃত খেলাপি ঋণের তথ্য প্রকাশ করে না। এসব তথ্য বাস্তবতার সঙ্গে মিল খায় না। করপোরেট সুশাসনের অভাব স্পষ্ট, যা উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই ব্যাংক কোম্পানি আইন পর্যালোচনা করা হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।”

 

শেয়ার করুন