Bangla
3 days ago
দীপ্ত টিভির সংবাদ বন্ধ, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলছে সরকার
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) চ্যানেলটির স্ক্রলে জানানো হয়, "অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।"
এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জানিয়েছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি।
তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি দীপ্ত টিভি-কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।
উল্লেখ্য, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে একাধিক সাংবাদিক সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর কাছে ‘জুলাই অভ্যুত্থানে নিহত ১৪০০ শহীদ’ সংক্রান্ত বিতর্কিত প্রশ্ন করা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।