Bangla
2 days ago

দীর্ঘ ১২ বছর পর রংপুরে ডপলার রাডার চালু

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

দীর্ঘ ১২ বছর পর রংপুর আবহাওয়া কার্যালয়ে নতুন ডপলার রাডার উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম রাডারটির উদ্বোধন করেন।

এর আগে আবহাওয়া পূর্বাভাসে বেশিরভাগ সময় অনুমাননির্ভর তথ্য প্রদান করা হতো। তবে নতুন ডপলার রাডার স্থাপনের ফলে এখন ৪০০ থেকে ৪৫০ কিলোমিটার রেঞ্জের মধ্যে বজ্রপাত, বৃষ্টিপাত, শীতকালের কুয়াশার ঘনত্ব এবং ভূমিকম্পসংক্রান্ত আগাম তথ্য নির্ভুলভাবে প্রদান করা সম্ভব হবে বলে জানান পরিচালক মোমেনুল ইসলাম।

তিনি বলেন, "উত্তরাঞ্চলের আবহাওয়া অফিসগুলোর মধ্যে একমাত্র রংপুরেই রাডার ও ভূমিকম্প পরিমাপক যন্ত্র ছিল। রাডারটি দীর্ঘদিন নষ্ট থাকায় এ অঞ্চলের মানুষ সঠিক তথ্য থেকে বঞ্চিত হচ্ছিল। এখন নতুন রাডার স্থাপন হওয়ায় রংপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষ সময়মতো সঠিক আবহাওয়া তথ্য পাবে।"

উল্লেখ্য, জাপান সরকারের অনুদানে রংপুর আবহাওয়া অফিসে এই নতুন ডপলার রাডার স্থাপন করা হয়েছে। ২০১৬ সালে প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ২০২১-২২ অর্থবছর থেকে প্রকল্পে গতি আসে এবং ২০২৩ সালের ৩১ মার্চ রাডার স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

রাডার স্থাপন প্রকল্পের তত্ত্বাবধান করেছে জাপানের শিমিজু কর্পোরেশন এবং রাডার স্টেশনের যন্ত্রপাতি সরবরাহ করেছে মারুবিনি কর্পোরেশন। গাজীপুর ও রংপুরে ডপলার রাডার স্থাপনে মোট ব্যয় হয়েছে প্রায় ১৩০ কোটি টাকা।

রাডার উদ্বোধনের সময় আন্তর্জাতিক আবহাওয়া পরামর্শক ইয়োশিহিসা উচিদা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আহমেদ আরিফ রশিদসহ অন্যান্য আবহাওয়াবিদ উপস্থিত ছিলেন।

sayedmofidulbabu@gmail.com 

শেয়ার করুন