Bangla
4 months ago

দীর্ঘ সাড়ে সাত বছর পর মা-ছেলের আবেগঘন মিলন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছরের অপেক্ষার অবসান ঘটলো। উন্নত চিকিৎসার জন্য বুধবার  (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিট) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

এ সময় তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান। 

আর এরই মধ্যে দীর্ঘ সাড়ে সাত বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা-ছেলের সাক্ষাৎ হয়। মাকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরেন বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমান। মা-ছেলের এ মধুর মুহূর্তে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় হিথ্রো বিমানবন্দরে। 

এর আগে খালেদা জিয়া ২০১৭ সালে শেষবারের মতো লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এরপর আর কোনো বিদেশ সফর করেননি তিনি। এ সময়ের মধ্যে ছেলে তারেক রহমানের সঙ্গেও সরাসরি দেখা হয়নি তার। 

পরে বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য 'লন্ডন ক্লিনিকে' ভর্তি করা হবে এবং সেখানে কিছুদিন চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পরিকল্পনা রয়েছে। 

শেয়ার করুন