Bangla
12 days ago

ডেঙ্গুতে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৪ জন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে — সেখানে ১০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

এছাড়া, রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬৬০ জনে।

শেয়ার করুন