Bangla
3 days ago

দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তিন বিভাগে ভারী বর্ষণের আভাস

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের আটটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে। এর মধ্যে তিনটি বিভাগে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আজ শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বইছে। সন্ধ্যা ৬টায় ঢাকায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আগামীকাল (৯ আগস্ট) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৩১ মিনিটে।

গত ২৪ ঘণ্টায় সন্দ্বীপে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল বরিশালে, আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে।

শেয়ার করুন