প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
দেশের আটটি জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।
কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জে তিন কৃষক ও এক কৃষাণীসহ চারজন নিহত হয়েছেন। নেত্রকোনায় মাদরাসায় যাওয়ার পথে আরাফাত মিয়া (১০) মারা যান। সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে কলেজছাত্র রিমন তালুকদার (২২) প্রাণ হারান।
এদিকে, হবিগঞ্জে ধান কাটার সময় কৃষক দুর্বাসা দাস (৩৫) মারা যান; আহত হয়েছেন আরও তিনজন। শরীয়তপুরে ঘাস আনতে গিয়ে সেফালী বেগম (৩৫) বজ্রপাতে মারা যান। মাদারীপুরে ধান কাটার সময় কাজল বাড়ৈ (৪০) নিহত হন। যশোরে (শার্শা) বজ্রপাতে কৃষক আমির হোসেন (৪০) মারা যান।
এসব ঘটনায় শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।