প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩০ হাজার ৮৩৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ৮৩৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন ২৫ হাজার ৮২৭ দশমিক ৩০ মিলিয়ন ডলার।
এর আগে, ১৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩০ হাজার ২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার, এবং আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৫ হাজার ২৩২ দশমিক ৩৩ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।