প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ঢাকাসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৮ জুলাই) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।