ঢাবি হলে উত্তেজনা এড়াতে ছাত্রসংগঠনগুলোর বোঝাপড়ার প্রয়োজন ছিল: উপদেষ্টা আসিফ মাহমুদ
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সৃষ্টি হওয়া উত্তেজনাজনক পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব ছিল বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার মতে, ছাত্রসংগঠনগুলোর উচিত ছিল নিজেদের মধ্যে একটি রূপরেখা তৈরি করে সম্মতিতে আসা।
আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজশাহীর তেরখাদিয়া এলাকায় বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি প্রীতি ক্রিকেট ম্যাচ-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সজীব বলেন, ‘আমার মনে হয় এই পর্যায়ে না আসত যদি ছাত্রসংগঠনগুলো নিজেদের মধ্যে বসে একটি সামাজিক চুক্তি বা বোঝাপড়ায় আসত। ৫ আগস্টের পর যেখানে সব জায়গায় সংস্কার হচ্ছে, সেখানে ছাত্ররাজনীতির ক্ষেত্রেও একটি নতুন রূপরেখায় সবাই একমত হওয়া উচিত ছিল।’
তিনি আরও জানান, ‘বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক এলাকায় ছাত্ররাজনীতি কিভাবে চলবে বা চলবে কিনা এই বিষয়ে যদি আগেই ছাত্রসংগঠনগুলো বসে একটি চুক্তিতে পৌঁছাত, তবে ছাত্ররাজনীতির বিরুদ্ধে যে বিদ্বেষমূলক পরিবেশ তৈরি হয়েছে, তা হয়তো হতো না। আমাদের ছাত্রসংগঠনগুলোর আরও পরিপক্ক হওয়ার সুযোগ ছিল।’
বিশ্ববিদ্যালয় হলে ছাত্ররাজনীতি বন্ধের বিষয়ে সরাসরি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন উপদেষ্টা।