Bangla
3 days ago

ঢাবিতে ১৪ জুলাই বিকেল থেকে ক্লাস বন্ধ, ১৫ জুলাই সব পরীক্ষা স্থগিত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

‘জুলাই উইমেনস ডে’ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৪ ও ১৫ জুলাই ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে ১৪ জুলাই ক্যাম্পাসে ‘জুলাই উইমেনস ডে’ পালন করা হবে। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে ১৪ জুলাই বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সান্ধ্যকালীন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এছাড়া ১৫ জুলাই দিবসজুড়ে সব ক্লাস ও পরীক্ষাও বন্ধ থাকবে। তবে ওইদিন বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

শেয়ার করুন