প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (২২ মে, ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী "দ্বৈতবীণা।"
বাংলা সাহিত্য ও সংগীতের দুই মহান পথিকৃৎ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চিরন্তন মিশে আছেন আমাদের অস্তিত্বে, মননে।
বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের অনন্য অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আয়োজিত হয়েছে এই সাংস্কৃতিক সন্ধ্যা।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মৌলিক প্রযোজনায় সদস্যরা রবীন্দ্র এবং নজরুল প্রহর নামক দুটি ভিন্ন পর্বে নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পাঠের মাধ্যমে শ্রদ্ধা জানায় বাংলা সংস্কৃতির দুই ধ্রুবতারা কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে।
এ অনুষ্ঠান সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ শুদ্ধ বাংলা সংস্কৃতি ধারণ করে, লালন করে এবং চর্চা করে। আর রবীন্দ্র, নজরুল ছাড়া বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য অসম্পূর্ণ থেকে যায়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রবীন্দ্র-নজরুলের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে সকলে জানবে বাংলা সাহিত্য কতটা সমৃদ্ধ এবং সুবিশাল।”
সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি বলেন, “রবীন্দ্রনাথ এবং নজরুল জড়িয়ে আছে আমাদের প্রাত্যহিক জীবনে। রবীন্দ্রনাথের গান ছাড়া সকাল শুরু হয় না আমাদের, তেমনিভাবে নজরুলের প্রতিবাদী সুর যেকোনো অনাচারের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয়ী করে তোলে। বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই দুজন মহান মানুষের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাই আমাদের নিবেদন "দ্বৈতবীণা"। আমরা আশা করছি এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নবীন প্রজন্মের ভেতরে আমরা রবীন্দ্র-নজরুল প্রেমের বীজ বুনে দিতে পারব।”