
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার জন্য ১৩ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে। কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আকরাম হুসাইন।
সোমবার (২ জুন) মধ্যরাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। এতে মোস্তাক আহমেদ শিশিরকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির বাকি ১১ জন সদস্য হিসেবেও নতুন নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আকরাম হুসাইন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন, দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি একসময় ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণও করেন।
নবনিযুক্ত প্রধান সমন্বয়কারী আকরাম হুসাইন জানান, এই কমিটির মূল দায়িত্ব হবে ঢাকা মহানগর উত্তরের প্রতিটি থানায় এনসিপির সাংগঠনিক কাঠামো গঠন করা। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.