প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্বে আছেন।
রোববার (১৮ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি সিটি করপোরেশনের প্রশাসকের পাশাপাশি ওয়াসার এমডির দায়িত্বও পালন করবেন।