ঢাকার চার নদী দখল-দূষণমুক্তে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা: পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী দখল এবং দূষণমুক্ত করতে সরকার বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করছে।
তিনি বলেন, বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রাথমিকভাবে তুরাগ নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্তের কাজ চলছে।
আজ শুক্রবার (২৩ মে) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় জাতীয় নদী দিবস ২০২৫ উপলক্ষে নোঙ্গর ট্রাস্ট আয়োজিত ‘জীবন নদী’ সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, নদী দখলদার উচ্ছেদ, ড্রেজিং, সীমানা নির্ধারণ এবং শিল্প-প্রতিষ্ঠানগুলো যেন দূষণ না ছড়ায়, সে বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে হবে। তিনি আরও বলেন, নদীগুলো রক্ষা না করলে বাংলাদেশ টিকবে না।
তিনি জানান, রাজধানীর ১৯টি খাল দখলমুক্ত ও পরিষ্কারের জন্য স্বল্প ব্যয়ে ড্রেজিংয়ের কাজ শুরু করা হয়েছে, যাতে ঢাকায় জলাবদ্ধতা কমানো যায়।
এছাড়া তিনি বলেন, ইতোমধ্যে সব জেলা প্রশাসকদের কাছ থেকে নদীর তালিকা সংগ্রহ করে তা প্রকাশ করা হয়েছে। ৬৪ জেলার নদীগুলোর তালিকা থেকে ১১টি নদী বাছাই করে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে নদী ও পরিবেশ নিয়ে মানুষের সচেতনতা বাড়বে এবং জনগণ সোচ্চার হলে সরকারও নিষ্ক্রিয় থাকতে পারবে না।
পরে তিনি ‘জীবন নদী’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রদর্শনী ঘুরে দেখেন। এ ছাড়া তিনি নদী কর্মীদের অংশগ্রহণে আয়োজিত সাইকেল র্যালিরও শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোঙ্গর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ারপোর মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, হাওর অঞ্চলবাসী সংগঠনের প্রধান সমন্বয়ক জাকিয়া শিশির এবং সাকুরা স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম আহমেদ রিপন।