Bangla
a month ago

ঢাকার মানুষের নিরাপত্তায় সড়কে কাটছে পুলিশের ঈদ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীতে ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ‘সমন্বিত নিরাপত্তা বলয়’ গড়ে তোলা হয়েছে বলে আগেই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

ঈদ উপলক্ষে দেশবাসী যখন টানা ছুটিতে তখন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে নিজেদের ঈদ আনন্দটাও যেন মলিন তাদের। 

সোমবার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, সংসদ ভবন এলাকা, গুলশান আজাদ মসজিদসহ যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সবখানেই ছিল পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা।

যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা ভোর থেকে টহল জোরদার করেছেন। সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে তাদের। একই সঙ্গে বিনোদনকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে চলেছেন তারা।

শেয়ার করুন